মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের সেমিনার

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘অ্যান ইটারনাল ট্রায়াঙ্গল: রবীন্দ্রনাথ টেগোর, ডি এইচ লরেন্স, অ্যান্ড দ্য পোস্ট-টেগোর রাইটার্স অব দ্য নাইনটিন থার্টিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাসের সভাপতিত্বে ও প্রভাষক তাসনুভা তাবাসসুমের সঞ্চালনায় সেমিনারে মূলবক্তা ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম খান।

সেমিনারে অন্যান্যের মধ্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

সেমিনারে রবীন্দ্রনাথ ঠাকুর, ডি এইচ লরেন্স এবং রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী লেখক-লেখনীর মধ্যকার আন্তঃসম্পর্ক বিষয়ক আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর