ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মো. সাবের হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতিকে যে স্বাধীনতা এনে দিয়েছেন তার মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। বাঙালী জাতির এই অবিসংবাদিত নেতার জন্ম হয়েছে বলেই আমরা আজ স্বাধীন দেশে নিঃশ্বাস ফেলতে পারছি। আজ বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের মধ্যে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। এ গৌরব এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভভাবক সকলের জন্যেই অর্জিত হয়েছে। বিদ্যালয়ের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার দেশে শিক্ষার প্রসারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। যে কারণে দিনে দিনে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এ অর্জনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি শিক্ষিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি ১৭ মার্চ রোববার সকাল ১১টায় সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজনীন হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কুমকুম ইয়াসমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক মো. এ. কে. এম সাখায়েত আলম, সিলেট প্রাথমিক শিক্ষা কর্মকর্র্তা (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম, সহকারী জেলা কর্মকর্তা মো. আব্দুল মুস্তাকিম, পজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদ পারভীন, সহকারি উপজেলা শিক্ষা কর্মর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, লিপিকা রায়, রুমী রানী পাল।
অনুষ্ঠানে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মালেকা আক্তার জাহান, ছন্দা রানী দাস, ফাহমিদা পারভীন, নিপা চৌধুরী, রোমানা বেগম, সুলতান আহমদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host