ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের সমাপনী উৎসব ফল-২০১৮ শুরু হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার।
সমাপনী উৎসব ফল-২০১৮ এর উদযাপন কমিটির আহবায়ক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাদক্ষ্য প্রফেসর মো. মনির উদ্দিন, মানবিক অনুষদের ডিন প্রফেসর মুয়ীজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান মো. এক্রামুল ফারুক, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সকাল সোয়া ১১টায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সন্নিবেশিত হয়ে সমাপনী র্যালিটি উপাচার্য প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সমাপনী ব্যাচের শিক্ষর্থীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে র্যালিতে অংশগ্রহণ করে। র্যালিটি শহরের মেডিকেল রোড, রিকাবী বাজার পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসে এসে শেষ হয়। তারপর শিক্ষার্থীদের পরিবেশনায় দেশীয় সংগীত ও নৃত্যনুষ্ঠানের ফ্লাস মুভি চলে যা শিক্ষার্থীদের আন্দোলিত করে।
সমাপনী উৎসবের ২য় দিন আগামীকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আয়োজনের পাশাপাশি ঢাকা থেকে আগত প্রখ্যাত ব্যান্ড দল ‘ওল্ড স্কুল’ উপস্থাপনা নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host