শাবিপ্রবিতে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

শাবিপ্রবি প্রতিনিধি
‘ডাউন সিনড্রোমে আক্রান্ত রোগী পরিবারের বা সমাজের বোঝা নয় বরং এটা প্রতিরোধযোগ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস’ উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের আয়োজনে এ দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-সি এর সামনে থেকে একটি র‌্যলিটি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএমবি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. শামিম আহমেদ, সহকারী অধ্যাপক ড. শেখ মির্জা নুরুন্নবী, সহকারী অধ্যাপক মো. ওয়াছেক মিয়া, প্রভাষক তানভীর হোসাইন, প্রভাষক মশিউল আলম মিশু ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর