ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯
শাবিপ্রবি প্রতিনিধি
‘গাছের অভাবে আজ পরিবেশ ধুঁকছে’ সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভারোনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের আয়োজনে (শাবিপ্রবি) ‘বিশ্ব অরণ্য দিবস’ পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ই এর সমানে থেকে একটি র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় এফইএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ জেড এম মামুনুর রশিদ, অধ্যাপক ড. নারায়ণ সাহা, অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, অধ্যাপক ড. রুমেল আহমেদ, সহযোগী অধ্যাপক মো. রিদওয়ান, সহযোগী অধ্যাপক ড. স্বপন কুমার সরকারসহ বিভাগের বিভিন্ন শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানবজীবনে অরণ্যের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ১৯৭১ সালে ইউরোপিয়ান কনফেডারেশন অফ এগ্রিকালচার এর ২৩তম সাধারণ সভায় এই দিনটিকে বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে একই বছরে রাষ্ট্রপুঞ্জের ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন দিনটিকে বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালনের অনুমোদন দেয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host