ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আফনানকে বাস দিয়ে ধাক্কা দিয়ে ফেলে ‘হত্যার’ ঘটনায় তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২৪ মার্চ) দুপুরে শিক্ষার্থীরা কাস-পরীক্ষা বর্জনসহ নগরের চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে।
পরীক্ষা স্থগিত, কাস বর্জনসহ সিকৃবি শিক্ষার্থীরা তিনদিনের কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ তুলে নেন।
সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা নগরের চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।
বিক্ষেভ সমাবেশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনার মামলা নয়, দুর্ঘটনার মামলাকে হত্যা মামলায় নিতে হবে, তিনদিনের মধ্যে মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, এ তিনদিন বিশ্ববিদ্যালয়ে সব ধরনের কাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা ওয়াসিম হত্যার প্রতিবাদে বাসচালক ও তার সহকারীকে আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে ফাসি কার্যকর, ঘাতক ‘উদার’ পরিবহন বাসের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের দাবি জানান।
এছাড়া নিরাপদ সড়কের দাবিতে তারা কোন ফিটনেসবিহীন গাড়ী রাস্তায় চলতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের শিকক্ষ-কর্মচারীরাও একই সময় ক্যাম্পাসে মানববন্ধন করে চালক ও সহকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host