ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় বিশ^বিদ্যালয় মিনি অডিটরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে নবীনদের বিভাগে স্বাগতম জানিয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তোমরা আজ গর্ববোধ করতে পারো। বিশ^বিদ্যালয় প্রশাসন বিশ^মানের পড়াশোনার পথ তৈরি করার পাশাপাশি র্যাগিং মুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত বিশ^বিদ্যালয় গঠনে বদ্ধ পরিকর। এ পথ চলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মো. রাশেদ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিজিক্যাল সাইন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আহসানুল ইসলাম ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host