শিক্ষক হত্যার প্রতিবাদে মদন মোহেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯

শিক্ষক হত্যার প্রতিবাদে মদন মোহেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন
মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. সাইফুর রহমান (২৯) হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিােভ করেছে কলেজের শিক্ষার্থীরা।

রোববার বেলা দুইটার দিকে নগরীর লামাবাজার এলাকায় সড়কে টায়ার পুড়িয়ে বিােভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় ঘন্টাখানেক সময়ব্যাপী চলা বিােভে রাস্তায় উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে হত্যাকারীদের খোঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন বলে

জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর