ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯
সড়ক দুর্ঘটনায় নিহত তানিয়ার হত্যাকারী ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বোধবার দুপুর ১২টায় নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা লাউয়াই এলাকায় রাস্তা অবরোধ করে রাখে। এসময় শিক্ষার্থীরা ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে রাস্তা অবরোধ করে। ২৪ ঘণ্টার মধ্যে চালককে গ্রেফতার না করলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানায় তারা। প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়তে হয় জনসাধারনকে। পরে পুলিশ চালককে গ্রেফতার করার আশ^াস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
অবরোধের পূর্বে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিরা রাস্তায় শান্তিপর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন পূর্বে কলেজ মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সহকারি অধ্যাপক এম এ আজিজ এর পরিচালনায় বক্তব্য রাখেন, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাধক এম এ বায়েস, সহকারি অধ্যাপক এমএ জলিল, সালাউদ্দিন বেলাল, নুরুল ইসলাম, প্রভাসক র ম বাবর, খয়ের আহমদ, সুয়েব আহমদ, মুবারক হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host