ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইন হিউম্যানিটেরিয়ান অপারেশন্স ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেছেন সুইডেনের দুই শিক্ষার্থী।
সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির ওই দুই শিক্ষার্থী হলেন বিয়র্ন স্যান্ডার্স ও জ্যাকব কার্লসন। মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে গতকাল রোববার দুপুর ১২টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সুইডেনের ওই দুই শিক্ষার্থী থিসিস গবেষণা কাজে তাদের প্রজেক্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। গবেষণা কাজের তথ্য-উপাত্ত সংগ্রহ ও গবেষণালব্ধ কাজ নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এই সেমিনারে অংশগ্রহণ করেন বিয়র্ন স্যান্ডার্স ও জ্যাকব কার্লসন।
সুইডেনের এ দুই শিক্ষার্থী জানিয়েছেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গবেষণা কাজের প্রাথমিক ধারণা দিতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতে আরো বড় পরিসরে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন তারা।
সেমিনারের কোঅর্ডিনেটর ও উপস্থাপনায় ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান টিটু। এতে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host