ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দুইদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা-২০১৯ শুরু হয়েছে।
সোমবার সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে বিশ^বিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, খেলা যারা পরিচালনা করবেন আপনারা সুন্দরভাবে খেলা পরিচালনা করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়। প্রায়ই বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশৃঙ্খলার অভিযোগ উঠে এবং সম্পর্কের অবনতি হয়। আশা করি আমাদের এখানে এই ধরনের কোনো সমস্যা হবে না। যারা এখানে অংশগ্রহণ করেছো তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের প্রতি শুভ কামনা রইলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দীন আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া। এসময় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্টসহ অন্যান্য দপ্তর প্রধান ও সিনিয়র অধ্যাপক বৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার ও মঙ্গলবার দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রীদের আলাদাভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৭টি বিশ^বিদ্যালয় থেকে প্রতিযোগীদের অংশগ্রহণ করার কথা থাকলেও সিলেটের সাথে সারা দেশের রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেনি।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, রাজশাহী বিশ^বিদ্যালয়, জগন্নাথ বিশ^বিদ্যালয়, সিলেট কৃষি বিশ^বিদ্যালয় ও বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host