ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন ও বিচার বিভাগের ‘ল’ স্টুডেন্ট ফোরামের ২০১৯-২০ বর্ষের জন্য ১৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২২শে জুন বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
আইন ও বিচার বিভাগের ১১তম সেমিস্টারের শিক্ষার্থী তৌহিদ আহমদ কৌশিককে সভাপতি এবং ৯ম সেমিস্টারের আফরোজ মামুনকে সাধারণ সম্পাদক করে ঘোষিত এই কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. নাঈম আলীমুল হায়দার।
এনইইউবি ‘ল’ স্টুডেন্টস ফোরামের নব গঠিত কমিটির অন্যান্য পদগুলোতে রয়েছেন- সহ-সভাপতি জীবন শর্মা ও শামিম আহমদ, জয়েন্ট সেক্রেটারি মো. তৌকির আহমেদ ও তাসনিম বেগম খুসবু, ট্রেজারার মো. জাকির হোসেন, এক্সিকিউটিভ মেম্বার প্রেসিডিয়াম মো. মাহবুবুর রহমান ও জেহিন আহমেদ, ছাত্রী প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস জান্না ও মুনিরা খানম মুনা এবং সিনিয়র এক্সিকিউটিভ কামরুন্নাহার রুণি, বাধন বৈদ্য ও হাবিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host