ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট স্কর্লাসহোম শিবগঞ্জ শাখার ৪র্থ শ্রেণীর তিতাশ শাখার ছাত্র অসুস্থ ফাবিয়ানকে দেখতে হাসপাতালে গেলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. আলহাজ্ব হাফিজ মজুমদার।
তিনি মঙ্গলবার (২৫ জুন) সকালে অসুস্থ ফাবিয়ানকে দেখতে ঢাকাস্থ গ্রীন লাইফ হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় তিনি তার উন্নত চিকিৎসার আশ্বাস প্রদান করেন।
এসময় অসুস্থ ফাবিয়ানের বাবা-মাসহ আত্মীয় স্বজন হাসপাতালে উপস্থিত ছিলেন।
হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরীর কাছে শিক্ষার্থী ফাবিয়ানের সার্বিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, ফাবিয়ানের শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে। যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হবে, ততদিন শিক্ষা ট্রাস্ট তার পাশে থাকবে। সেই সাথে সেদিনকার ঘটে যাওয়ার ঘটনার রহস্য উদঘাটনে ট্রাস্টের পক্ষ থেকে তৎপরতা চালানো হবে। অনাকাক্সিক্ষত এ ঘটনাকে পুঁজি করে অনেকে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান কখনও ইচ্ছাকৃতভাবে এ ধরনের ন্যাক্ষারজনক কাজ করতে পারে না। দুর্ঘটনার দিন থেকে শুরু করে আমার ছেলে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এসোসিয়েট এর প্রফেসর জাবেদ আহমদ চৌধুরীসহ শিক্ষা প্রতিষ্ঠানের অনেকেই ফাবিয়ানের দেখাশোনার দায়িত্ব পালন করেছিলেন। তারা সার্বক্ষণিক তার সুবিধা-অসুবিধায় তদারকিও করতেন।
তিনি আরও বলেন, ফাবিয়ানকে ঢাকা নেওয়ার পর পরই আমি আমি নিজে ঢাকায় গিয়ে তার সাথে দেখা করি এবং চিকিৎসার খোঁজ খবর নেই। এসময় আমি ট্রাস্টের পক্ষ থেকে তার পরিবারের হাতে নগদ ৫০হাজার টাকা প্রদান করি। ইতোমধ্যে পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ট্রাস্টি উবায়দুর রব পিএইচডি ফাবিয়ানের সাথে দেখা করে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন এবং তিনিও তার ব্যক্তি পক্ষ থেকে নগদ ১লক্ষ টাকা ফাবিয়ানের পরিবারের হাতে প্রদান করেছেন। এছাড়াও স্কলার্সহোম শিবগঞ্জ শাখার শিক্ষক-শিক্ষার্থী কর্তৃক ৪২হাজার টাকা উত্তোলন করে তা ফাবিয়ানের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে স্কলার্স হোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ নাজমুল বারী জালালীকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- স্কলার্স হোমের শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ আক্তারী বেগম ও স্কলার্স হোম সাপ্লাই ক্যাম্পাসের অধ্যক প্রাণবন্ধু বিশ্বাস।
তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য ২৫ জুন পর্যন্ত তারিখ দেওয়া হলেও সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কমিটি অপর একজন ডাক্তার ও অভিভাবকের পরামর্শ গ্রহণ সাপেক্ষে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুইদিন সময় বর্ধিত করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক দিন আগে ক্লাশ চলাকালীন সময়ে ফাবিয়ান আলম চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তার পরিবার ও স্কুল কর্তৃপক্ষ প্রথমে ইবনেসিনা হাসপাতাল লি. ও পরে সিলেট আল-হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সিলেটের ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফাবিয়ান বর্তমানে গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host