ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯
মুহূর্মুহূ করতালি আর উচ্ছ্বাসের মাধ্যমে নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক এম এ আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেনির ছাত্রী খন্দকার জান্নাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টাফ কাউন্সিলের সেক্রেটারী সহকারী অধ্যাপক এম এ বায়েছ।
শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, সহকারী অধ্যাপক তাসলিমা বিলকিস, ছায়ারানী সাহা, এম এ জলিল, প্রভাষক র ম বাবর ও মুক্তি লস্কর।
উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক লাকী বেগম, প্রভাষক মোবারক হোসেন, এম এ আহাদ, ফাহমিদা রশীদ, ফাহমিদা ইয়াছমিন নাসরিন আক্তার, তামান্না আফরিন প্রমূখ। নবাগতদের পক্ষে বক্তব্য রাখে একাদশ শেনীর ছাত্রী হালিমা আক্তার ।
উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস তার বক্তব্যে ছাত্রীদের নিয়মিত ক্লাসে আসার নির্দেশ দেন ও মানুষের মত মানুষ হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হাজী নিজাম উদ্দিন তরফদার কলেজের সার্বিক উন্নয়নে মাননীয় এম পি মাহমুদ উস সামাদ চৌধূরীর অবদানের কথা স্মরণ করে বলেন, উনার মতো শিক্ষানুরাগী থাকার জন্যই আমরা সকল বাঁধা অতিক্রম করে এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। সবশেষে সভাপতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host