মেট্রোসিটি উইমেন্স কলেজে দ্বাদশ শ্রেণির ১ম টার্ম ফলাফল প্রকাশ

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯

মেট্রোসিটি উইমেন্স কলেজে দ্বাদশ শ্রেণির ১ম টার্ম ফলাফল প্রকাশ

ডেস্ক প্রতিবেদন ::::
মেট্রোসিটি উইমেন্স কলেজের দ্বাদশ শ্রেণির ১ম টার্ম প্রকাশ অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মেট্রোসিটি উইমেন্স কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান, শিক্ষাবিদ দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদকম-লীর সভাপতি আলহজ্ব মোঃ মোসলেহ উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট দৈনিক বিজয়ের কণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক জে.এ কাজল খান।
প্রধান অতিথি আলহজ্ব মোঃ মোসলেহ উদ্দিন খান তার বক্তব্যে বলেন, সমাজে নারীর শিক্ষায়নে মেট্রোসিটি উইমেন্স কলেজ গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে। বর্তমান প্রতিযেগিতামূলক বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে এগিয়ে যেতে হবে, সমাজে নিজেদেরকে পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত রতে হবে। তিনি বলেন, নারীদের ক্ষমতায়নে মেট্রোসিটি পরিবার সর্বাত্মক এবং আন্তরিক চেষ্টা চালিয়ে যাবে। তিনি ২০১৯ সালের এইচ এ সি পরীক্ষার সাফল্যজনক ফলাফলের জন্যে মেট্রোসিটি উইমেন্স কলেজের সকল শিক্ষকবৃন্দেকে ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং ভবিষ্যতে আরো ভাল ফলাফলের জন্যে সকল শিক্ষকদের পরামর্শ দেন।
অনুষ্টানে সভাপতিত্ব করেন মেট্রোসিটি উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আহমদ সালেহ বিন মালিক। উপস্থিত ছিলেন কলেজের কো-অর্ডিনেটর মোঃ আলা উদ্দিন আলাল, প্রভাষক নিলুফা ঈয়াছমিন,প্রভাষক আয়েশা আক্তার, প্রভাষক মোস্তফা শাহাদাত আদনান, প্রভাষক মো শাফি সহ অন্যান্য শিক্ষকগন।
মেট্রোসিটি উইমেন্স কলেজ ২০১০ সালে প্রতিষ্টিত মহিলা কলেজ। এই কলেজটি গত দশ বছর ধরে সাফল্যের সাথে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে। প্রতি বছরই এই কলেজ ৯০%-১০০% এইচ এস সি ফলাফল প্রকাশ করে আসছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর