ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৮
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের ৪দিন পর এক জনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আমজদ আলী (৫৫) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মৃত আছাব আলীর পুত্র।
স্থানীয় সংবাদ সূত্র জানায়, শনিবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ পুল সংলগ্ন পুকুরে হাত-পা বাধা অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা লাশ উদ্ধার করে সিলেট ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। পুলিশের ধারনা তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এনেিয় গত পক্ষকালের মধ্যে উপজেলায় ৩জনের লাশ উদ্ধার করে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশের অনুসন্ধ্যানী অভিযান চলছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host