ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
জকিগঞ্জ পৌরসভার সিনিয়র কর্মকর্তা মনিরুজ্জামান (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু য়।
রবিবার দুপুরের দিকে তিনি বিয়ানীবাজারের জিরো পয়েন্ট থেকে সিএনজি অটোরিকশা যোগে জকিগঞ্জ যাওয়ার পথে পীরনগর পাঁচপীরের মাজার এলাকায় পৌছলে তাকে বহনকারী সিএনজি গাড়ীটি একটি ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন মনিরুজ্জামানসহ অন্য দুই যাত্রী। আহতদেরকে স্থানীয়রা প্রথমিক চিকিৎসা দিয়ে সিলেটে হাসপাতালে প্রেরণ করেন। মনিরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের একটি কিনিক থেকে সোমবার ভোরে তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে প্রেরণ করা হয়। সেখাইনেই তার মত্যৃ ঘটে। নিহত মনিরুজ্জামানের স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নজরপুর গ্রামে।
এদিকে, জকিগঞ্জ পৌরসভার উচ্চমান সহকারী মনিরুজ্জামানের অকাল মৃত্যুর খবরে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমেছে।
তার মৃত্যৃতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিনসহ পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা ও কর্মচারীগন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host