ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : আয়োজনের মধ্য দিয়ে সরকারি এমসি ইন্টার. কলেজ সিলেটের ১৯৮৩-৮৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৬ বছর পর মিলিত হয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। দল-মত নির্বিশেষে ১৯৮৩-৮৪ ব্যাচের প্রায় সকল শিক্ষার্থী এ মিলন মেলায় অংশ নেন।
সবাই পুরনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন, সবাই যার যার মতো করে স্মৃতিচারণ করেন। ফেলে আসা পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে ধরে রাখতে পারেন নি চোখের পানি। পরে রাতে সবাই একসাথে নৈশ্যভোজে অংশ নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host