অক্টোবর সেবা মাস উপলক্ষে সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

অক্টোবর সেবা মাস উপলক্ষে সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

ডেস্ক প্রতিবেদন : অক্টোবর সেবা মাস ২০১৯ উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাব। শনিবার সকালে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নয়াসড়কস্থ লায়ন্স শিশু হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

.
র‌্যালিতে উপস্থিত ছিলেন সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন গংগেশ চন্দ্র দাশ অ্যাডভোকেট, সেক্রেটারি লায়ন ফয়েজ আহমদ চৌধুরী রিপন, ট্রেজারার লায়ন মো. আসাদুল হক আসাদ, পিপি লায়ন সামসুল আলম খান, পিপি লায়ন হারুন আল রশিদ দিপু, পিপি লায়ন সাজ্জাদুর রহমান সুজ্জাদ, পিপি লায়ন গৌতম লাল দত্ত, পিপি লায়ন যীশু দেব, পিপি লায়ন রুহুল আমিন চৌধুরী, পিপি লায়ন মাসুম আহমদ, সাবেক সেক্রেটারি লায়ন অজিত কুমার ভট্টাচার্য, লায়ন মেহেদী কাবুল, লায়ন মুজিবুুর রহমান, লায়ন অসিম নন্দ লাল, লায়ন প্রদীপ কুমার রায়, লায়ন হিমেল কর্মকার প্রমুখ।

সর্বশেষ ২৪ খবর