ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : কলকাতার ইডেন গার্ডেনে চলছে গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টের দ্বিতীয় দিন। সেখানে দুর্দান্ত দিন পার করেছে ভারত। তাতে ৬৮ রানের লিড নিয়েছে তারা। স্বাভাবিকভাবেই লিডটা বাড়িয়ে নেয়ার টার্গেট তাদের। সেই লক্ষ্যে ব্যাট করছে টিম ইন্ডিয়া।
.
এই সফরে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একজন নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না, আরেকজন পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। ফলে তাদের অভাবটা টি-টোয়েন্টি সিরিজে বোঝা না গেলেও টেস্ট সিরিজে প্রকট হয়ে উঠছে।
.
ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড় মনে করেন, ‘সাকিব-তামিমের বদলি কেউ হতে পারবে না।’ দ্রাবিড় বুঝাতে চেয়েছেন এই মুহূর্তে তাদের অভাব অন্য কেউ পূরণ করতে পারবে না। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় এ কথা বলেন।
.
তিনি জানান, ‘বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্যাশন দারুণ। আমি সত্যিই খুব উপভোগ করি। বাংলাদেশে খেলার ভালো কিছু স্মৃতিও আছে আমার। অবশ্য ২০০৭ বিশ্বকাপে তারা আমাদের হারিয়ে দিয়েছিল, আমরা বাদ পড়ে গিয়েছিলাম।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host