ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮
লিডিং ইউনিভার্সিটিতে ‘টেকনিক্যাল রিপোর্ট রাইটিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ সুরমার রাগীবনগরন্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল এর পরিচালক মো: রেজাউল করিম’র সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক তাসনিয়া মিজান চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, আজকের এ কর্মশালা থেকে মূল্যবান দিকনির্দেশনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের রিপোর্ট রাইটিং বিষয়ে সহায়ক ভূমিকা রাখবে। তিনি এ কর্মশালার আয়োজন করার জন্য আইকিউএসি এবং রিসোর্স পারসনকে ধন্যবাদ জানান।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর গ্রাজুয়েট ট্রেইনিং ইনস্টিটিউট এর প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মো: মোজাহার আলী। কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক এবং বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি উপাস্থিত ছিলেন।
শিক্ষা ব্যাক্তির আচরণে পরিবর্তন আনে এবং প্রশিক্ষণ মানুষকে মার্জিত করে গড়ে তোলে উল্লেখ করে ট্রেজারার বনমালী ভৌমিক আজকের এ ট্রেইনিং কর্মশালা ফলপ্রসূ হবে, এ আশাবাদ ব্যাক্ত করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি।
কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host