ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
ক্রীড়া ডেস্ক : শেষ হয়েছে সবধরনের প্রস্তুতি। রাত পোহালেই শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঠের লড়াই। বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স।
আর নিজেদের প্রথম ম্যাচের আগে হেড কোচ হার্শেল গিবসের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাচ্ছে সিলেট থান্ডার্স। এরই মধ্যে রাজধানী ঢাকায় পা রেখেছেন সিলেটের দক্ষিণ আফ্রিকান কোচ হার্শেল গিবস।
আজ (মঙ্গলবার) বেলা ১১টায় মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে সিলেট থান্ডার্স। যার তত্ত্বাবধানে থাকবেন হেড কোচ হার্শেল গিবস। দলটির টেকনিক্যাল এডভাইজার সারোয়ার ইমরান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট থান্ডার্স স্কোয়াড
দেশি ক্রিকেটার : মোসাদ্দেক হোসেন সৈকত (এ), মোহাম্মদ মিঠুন (এ), নাজমুল ইসলাম অপু (বি), সোহাগ গাজী (সি), রনি তালুকদার (বি), নাইম হাসান (বি), মো. দেলোয়ার হোসেন (সি), মনির হোসেন খান (সি), রুবেল মিয়া (ডি), এবাদত হোসেন (ড্রাফটের বাইরে)।
বিদেশি ক্রিকেটার : শেরফেইন রাদারফোর্ড, শফিকুল্লাহ শাফাক, নবীন উল হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার (ড্রাফটের বাইরে), চ্যাডউইক ওয়ালটন (ড্রাফটের বাইরে), শেলডন কটরেল (ড্রাফটের বাইরে)।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host