ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : পর্যটকদের চলাচলের জন্য সিলেট সীমান্তের তামাবিল স্থলবন্দর খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে খুলে দেওয়ার পর পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক স্টেশনের কাস্টমস পুলিশের ইনচার্জ মওদুদ আহমেদ রুমি জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভারতীয় কর্তৃপক্ষ পর্যটকদের পাঠানোর অনুমতি দিয়েছে। তবে নিজ দায়িত্বে পর্যটকদের ভারতে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নেবে না ভারতীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল হয়ে উঠেছে ভারত। প্রতিবাদ-বিক্ষোভের মুখে আসামের পর এবার মেঘালয় রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ভারতীয় কর্তৃপক্ষ শুক্রবার সকাল থেকে সিলেট সীমান্তের তামাবিল স্থলবন্দর দিয়ে চলাচল বন্ধ করে দেয়।
পূর্বঘোষণা ছাড়াই তামাবিল শুল্ক স্টেশন হয়ে আসা-যাওয়া বন্ধ হওয়ায় বিপাকে পড়েন বাংলাদেশি পর্যটকরা। শুক্রবার দুই শতাধিক পর্যটক তামাবিলে এসে ভারতে যেতে না পেরে ফিরে যান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host