ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন :: ওসমানীনগরে মাথা বিচ্ছিন্ন করে তরুণী হত্যার ঘটনায় জড়িত মুজাম্মিলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ কলারাই গ্রামের জিলু মিয়ার ছেলে এবং নিহত তরুণীর স্বামী। গত মঙ্গলবার মুজাম্মিলকে গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে মুজাম্মিল। ওই রাতে তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়ারল আদালতে হাজির করা হলে বিচারকের কাছে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
.
প্রসঙ্গত, গত ২ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুরঙ্গা ইউপির জুগির বিল থেকে মস্তকবহীন এক তরুণীর বিবস্ত্র দেহ উদ্ধার করে পুলিশ। পরদিন থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host