ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা নির্বাচন করছেন! এ উপলক্ষে তিশার ছবি সংবলিত পোস্টারও দেয়ালে দেয়ালে টানানো হয়েছে।
পোস্টারে লেখা ‘আসন্ন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী নওশিন জাহান হেনাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন।’
কমিশনার পদে নির্বাচন করছেন তিশা- এমন লেখা সংবলিত বেশকিছু পোস্টার এরইমধ্যে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া জনসমাবেশে বক্তব্য রাখছেন তিশা এমন কিছু ছবিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তাহলে কি সত্যি সত্যি নির্বাচন করছেন এই অভিনেত্রী?
খোঁজ নিয়ে জানা গেছে, পোস্টারগুলো সত্য। তবে বাস্তবে নির্বাচন নয়। ‘আদা সমুদ্দুর’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তিশাকে।
নাটকটি নির্মাণ করেছেন পরিচালক রাইসুল তমাল। দয়াল সাহা রচিত এ নাটকে আরও অভিনয় করেছেন- মুশফিক ফারহান, মাহমুদুল ইসলাম মিঠু, দাউদ নূর, নিকোল কুমার মন্ডল, আনোয়ার হোসেন, শিখা মৌ, তাবাসসুম মিথিলা প্রমুখ। জানা গেছে, পুরান ঢাকার ফরাশগঞ্জে এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host