ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মে ১০, ২০২৫
আনন্দকণ্ঠ ডেস্ক
প্রতি বছরের মতো কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবারো থাকছে নানা আয়োজন। এই শাখাতে এবার দেখানো হবে দেশের অন্যতম গুণী লেখক, চলচ্চিত্র সমালোচক ও নির্মাতা এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।
এবাদুর জানিয়েছেন, ১৩ই মে থেকে ২৫শে মে পর্যন্ত তিনি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ‘বাঙালি বিলাস’ নিয়ে উপস্থিত থাকবেন। ১৮ই মে এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের ‘বাঙালি বিলাস’ ছবিটা মার্শে দ্যু ফিল্ম বিভাগে দেখানোর কথাও জানান তিনি। এবাদুর রহমান পরিচালিত ‘বাঙালি বিলাস’ ছবিটির আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’। সমসাময়িক বাংলাদেশি চলচ্চিত্রের ধারার বাইরে গিয়ে এটি নির্মাণ করেছেন এবাদুর। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ১৯০ মিনিট দৈর্ঘ্যের ‘বাঙালি বিলাস’ ছবিটি যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে একত্র করে গড়ে তুলেছে এক জটিল কিন্তু গভীরভাবে সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা।
নির্মাতা বলছেন, এখানে রয়েছে ‘ফিল্ম-উইদিন-এ-ফিল্ম’ কাঠামো। যেখানে দু’টি মুসলিম নারী চরিত্র মিত্রা ও রুশতী এক পুরুষতান্ত্রিক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়ার লড়াইয়ে নামে।
‘বাঙালি বিলাস’-এ অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন। যিনি ভারতীয় নির্মাতা কিউয়ের ‘গান্ডু’তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। এ ছাড়াও অভিনয় করেছেন- ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ ও আজাদ আবুল কালামসহ অনেকে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host