ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ক্রিয়েটিভ রাইটিং’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইংরেজি বিভাগের ৩২ ও ৩৩তম ব্যাচের (স্মাতক) উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক অনিক বিশ্বাসের সভাপতিত্বে এবং বিভাগের ৩২তম ব্যাচের শিার্থী মুনা শহীদ ও নুরুল আমিন রনির সঞ্চালনায় সেমিনারে মূলবক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক।
ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের স্বরচিত কবিতা উপস্থাপনার মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ সেমিনার। ক্রিয়েটিভ রাইটিংয়ের ইতিহাস, ধরন, আধুনিক ওয়ার্কশপ প্রভৃতি নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। সেমিনারে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম খান। এতে বিভাগের শিক ও শিার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host