প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে : নিবাস রঞ্জন

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে : নিবাস রঞ্জন

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস বলেছেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। যেকোন প্রশিক্ষণ একজন মানুষকে দক্ষ করার পাশাপাশি তার জীবনটাই বদলে দিতে পারে। নারীদের সেলাই প্রশিক্ষণ তেমনি একটি মাধ্যম, যাতে করে মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারবে।

নারীদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সহযোগী হয়ে বেসরকারি সংস্থাগুলো সমাজের অসহায় দুস্থ নারীদের জন্য প্রতিনিয়ত এ ধরনের কার্যক্রম হাতে নিচ্ছে। যা প্রশংসার দাবী রাখে।

রোবাবর বিকেলে জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা জেছিসের উদ্যোগে চার মাসব্যাপী প্রশিক্ষণ শেষে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেছিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে ও প্রজেক্ট কো অর্ডিনেটর মোস্তাক আহমেদ সায়েমের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নাজনীন আক্তার কণা, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আলী হোসেন এবং সিলেট প্রেসকাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেছিস কর্মকর্তা ফারুক আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর