ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
সিলেটের জেলা প্রশাসক ও সিলেট টেনিস ক্লাবের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শারীর-মন বিকশিত হয়। শারীরিক সুস্থতার সাথে সাথে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। তিনি সবাইকে পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলায় এগিয়ে আসার আহবান জানান। ৯ম মাহা বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বুধবার সিলেট টেনিস ক্লাব মাঠে সিলেট টেনিস ক্লাব আয়োজিত ৯ম মাহা বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিলেট টেনিস ক্লাব এর সাধারণ সম্পাদক হামমাদ রব চৌধুরী স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ফ্যাশন হাউস মাহার সত্বাধিকারী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
সাবেক সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মীর মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সন্দিপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ আসমান উদ্দিন, এনডিসি হেলাল উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও অতিরিক্ত সচিব মো. মতিউর রহমান, পল্লী বিদ্যুৎ সহ ব্যবস্থাপক মাহবুবুল আলম,শামুন মাহমুদ খান, ইঞ্জিনিয়ার আইয়ুব আলী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী ও সদস্য মুবাশ্বির আলী প্রমূখ।।খেলায় সুরমা ও কুশিয়ারা দুটি গ্রুপে ১৬টি দল অংশ গ্রহণ করবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host