আয়া ও গ্রাসরুটস’র শীতের কম্বল বিতরণ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

আয়া ও গ্রাসরুটস’র শীতের কম্বল বিতরণ

এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট (আয়া)’র ঘুষ দুর্নীতি ও মাদক বিরোধী কার্যক্রম ইয়ুথ ইন এ্যাকশনের উদ্যোগে ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)’র সহযোগিতায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সিলেট রেলওয়ে স্টেশনে হতদরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করেন নেতৃবৃন্দ।

এসময় এক সংপ্তি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক্স বক্স লিপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতে বৃদ্ধ ও শিশুদের কষ্টটা স্বাভাবিকভাবেই বেশি হয়। শীতের পোশাক ক্রয় মতা না থাকার কারণে অসহায় লোকজনকে শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করতে হয়। শীতার্ত কিছু মানুষের এমন দুর্দশা লাঘব করতে সমাজের সামর্থবানদের এগিয়ে আসা উচিত। এ ধরনের সেবামূলক কাজের জন্য তিনি এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট (আয়া) ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মতিন ভুঁইয়া, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, আব্দুল্লাহ খোকন, আলমগী আলী, মুহিত খান, বিপ্র দাস বিশু বিক্রম, শামীম আহমদ, মো. ইসলাম উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর