ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিলেট উপঅঞ্চলের উদ্যোগে ৪৮তম উপআঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৯ মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স এর উপরের মাঠে অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
এসময় তিনি বলেন, খেলাধুলা মন ও শরীরকে সতেজ রাখে। বিভাগীয় পর্যায়ে এরকম প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ খেলোয়াড় গড়ে তুলা সম্ভব। তারাই একদিন জাতীয় পর্যায়ে খেলে সিলেটের সম্মান বয়ে আনবে। জাতীয় পর্যায়ে দতার পরিচয় দিয়ে একদিন ওই সিলেটের সন্তানরা আন্তর্জাতিক পর্যায়ে খেলে দেশের গৌরব অর্জন করবে। তাই নিজেকে কর্মঠ ও দেশের ভাবমূর্তি উজ্জল করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, অগ্রগামী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবলু পুরকায়স্থ, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিলেট উপঅঞ্চলের সম্পাদক হেপী বেগম, পাইলট স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা এ.এস.এম আব্দুল ওদুদ, হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা একে মজুমদার, সিলেট জেলা ক্রীড়া অফিসার আল আমীন।
খেলা পরিচালনা করেন, অগ্রগামী স্কুলের শিক্ষক ঝলক রঞ্জন তালুকদার, পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুক মিয়া।
ফৌজিয়া আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আম্বরখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুপ্রা দেব, এইডেড হাই স্কুলের দিপাল কুমার সিংহ, মইনুন্নেচ্ছা স্কুলের সিতা রানী দাস, অগ্রগামীর শিক্ষক শরীফা বেগম, কাজী জালাল উদ্দিনের শিক্ষক জ্যোস্না বেগম প্রমুখ। অনুষ্ঠানে পুরো মাঠ জুড়ে মশাল নিয়ে প্রদক্ষিণ করেন শিক্ষার্থী ইমা বেগম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host