ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের রায়খাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সিলেট মিলেনিয়ামের স্বত্ত্বাধিকারী আলী আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শরীর ও মন ভাল রাখে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। তবে সবার আগে পড়ালেখাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জালালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আমেরিকা প্রবাসী নেছারুল হক চৌধুরী বুস্তান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ফারুক আহমদ চমক। এছাড়া এলাকার মুরব্বিয়ান ও যুবসমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ আশরাফুল হক, খন্দকার ফাতেমা বেগম, হাছনা জাহান চৌধুরী, শেলী চক্রবর্ত্তী, স্বরসতী পাল ও দিপু মিয়া। অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host