ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
ক্রীড়াকণ্ঠ ডেস্ক
পয়েন্ট টেবিলের তলানির দুই দল খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স। সাত নম্বরে থাকা খুলনার আর সম্ভাবনা নেই কোয়ালিফায়ারে খেলার। তবে সিলেটের এখনও ক্ষীণ সম্ভাবনা আছে। তার জন্য চট্টগ্রাম পর্বের প্রতিটি ম্যাচ জিততে হবে তাদের, তাও বড় ব্যবধানে।
সেই লক্ষ্য শনিবার চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে ৫৮ রানের জয় পেয়েছে অলক কাপালীর দল। আগের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৭৬ রানে জিতেছিল তারা।
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করে সিলেট। জবাবে ১৮.১ ওভারে ১৩৭ রান করেই গুটিয়ে যায় মাহমুদউল্লাহর খুলনা।
সিলেটের দেওয়া বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দেয় খুলনার ব্যাটসম্যানরা। তাদের ইনিংসের সর্বোচ্চ রানটি আসে ব্রেনডন টেইলরের ব্যাট থেকে। জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যান ২৩ বলে ৩৪ রান করেন।
দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আরিফুল হক। তিনি করেছেন ২৪ রান। এছাড়া জুনাইদ সিদ্দিকী ২০ ও আল আমি ১৬ রান করেন। দুই অংকের ঘরে পৌঁছানো অন্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। খুলনার অধিনায়ক করেছেন ১১ রান।
সিলেটের হয়ে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন নাবিল সামাদ। তাসকিন নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সোহেল তানভির, এবাদত হোসেন, মোহাম্মদ নেওয়াজ ও অলক কাপালী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host