ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটের দণি সুরমার রশিদপুর এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির(৫৫) লাশের পরিচয় চায় পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সিলেট-ঢাকা মহাসড়ক থেকে রক্তাক্ত মরহেদটি উদ্ধার করা হয়েছিল। রোববার মরদেহের পরিচয় জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে মহানগর পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ‘মহাসড়কের রশিদপুর এলাকা থেকে অজ্ঞাতনামা লোকের মৃতদেহ উদ্ধার করে দণি সুরমা থানা পুলিশ। মৃত দেহের গায়ের রং শ্যামলা। মুখে দাঁড়ি গোফ আছে। চুল ও দাঁড়ি গোফের রং সাদা। মৃতদেহের পড়নে লুঙ্গি, নীল রঙ্গের শার্ট এবং কালো সুয়েটার ছিল।’
মৃত দেহটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে আছে। যদি কোন ব্যক্তি চিনতে পারেন, তাহলে দণি সুরমা থানায় (অফিসার ইনচার্জ-০১৭১৩-৩৭৪৫১৮,ডিউটি অফিসার-০১৭৯১১১১৩৪৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host