ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯
শাহজালাল উপশহর হাইস্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা নাজনীন চৌধুরীর ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে ছালেহ আহমদ সেলিম বলেন, বাংলাদেশ আজ ক্রীড়াঙ্গনে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগি হতে হবে। খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। তিনি শিক্ষার্থীদের অবসর সময়ে খেলাধুলার চর্চা করতে অভিভাবকদের যতœবান হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কুল ম্যানেজিং সদস্য রুহুল আমিন চৌধুরী, জাকির হোসেন তালুকদার, একে এম শামসুনূর, জায়েদা পারভীন পান্না, শফিকুর রহমান চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, মো. সহিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শেখ দবির উদ্দিন, এনাম উদ্দিন, জৈনুল হক, শামসুল ইসলাম ছালিক, সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান, শিক্ষক মো. কাজল মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. আক্কাস আলী, সহাকারী শিক্ষিকা শ্যামরোজ ইসলামের মাতা ও সহকারী শিক্ষক কামাল উদ্দিন এর মাতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন স্কুলের প্রধান মৌলানা মোস্তাক আহমদ চৌধুরী এবং অতিরিক্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল জাফর এর রোগ মুক্তি কামনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host