ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯
গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা ও ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীর মাঝে প্রবেশপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। ৩০ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় মাদরাসা ক্যাম্পাসে এ উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল ওয়াদুদ খান টিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, মাওলানা নুজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিনটেন্ডেট মাওলানা খলিলুর রহমান, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক. মো. ছয়েফ খান, মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম, পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী মো. মোজাফফর খান, মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য ফয়জুর রহমান, প্রবাসী মুজিবুর রহমান।
অন্যান্যের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাদরাসার সহ সুপার মো. এ. এস. এম. শিহাব উদ্দিন, সহকারি শিকদের মধ্যে মমতাজ বেগম, রাহিমা বেগম, রাবেয়া বেগম, মাহমুদা বেগম, শফিকুর রহমান, হোসেন আহমদ, ময়নুল ইসলাম, আলাউদ্দিন আহমদ, আফজল হোসেন, সৃজন খান, আকবর আলী, আমজাদ আলী, আব্দুল করিম, ফাতেহা বেগম, আব্দুল মঈন উদ্দিন খান প্রমুখ।
শিক্ষক মাওলানা নজরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীর মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host