ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯
প্রথম আলো বন্ধুসভা আয়োজিত সিলেটের বইমেলায় ‘জল জোছনায়’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত বইমেলায় এর মোড়ক উন্মোচন করা হয়।
বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক মোহাম্মদ সাজ্জাদুর রহমানের রচিত বইটির মোড়ক উন্মোচন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক মোহাম্মদ সাজ্জাদুর রহমান ছাড়াও কবি মোহাম্মদ আবুল হক, প্রভাষক শিরিন বেগম (কবি পতœী), কবি মিজহারুল ইসলাম, কবি ও প্রভাষক মহিউদ্দীন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, জালালাবাদ কবি ফোরামের সাধারণ সম্পাদক এম এ আছাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন কবি আব্দুল বাছিত মোহাম্মদ ও সঞ্চালনায় ছিলেন পায়রা প্রকাশনীর প্রকাশক কবি সিদ্দিক আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host