ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক-কলামিস্ট কবি গোলাম সাদত জুয়েলের প্রথম কবিতার সিডি ‘অনুভবে আলিঙ্গন’র মোড়ক উন্মোচন হয়েছে।
রোববার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের চলমান বইমেলা মঞ্চে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা বলেন- বহুমুখী প্রতিভার অধিকারী সাদত জুয়েল সুদূর আমেরিকা প্রবাসী হয়েও বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা চালিয়ে যাচ্ছেন। লেখালেখির পাশাপাশি কবিতার বই ও সিডি প্রকাশ করে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।
অতিথিরা তার লেখনির প্রশংসা করে এভাবে নিয়মিত লেখালেখি অব্যাহত রাখার আহবান জানিয়ে সদ্য প্রাকশিত সিডির ব্যাপক সফলতা কামনা করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কারা মহাপরিদর্শক মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন (অব.)।
বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু।
অনুষ্ঠান সমন্বয় ও পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য নির্দেশক এনামুল মুনির, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, ওভারসিজ করেসপনডেন্টস এসোসিয়েশন অব সিলেট ওকাস’র সভাপতি খালেদ আহমদ।
মোড়ক উন্মোচনের শুরুতে ‘অনুভবে আলিঙ্গন’র সিডি থেকে কবিতার অংশ বিশেষ শোনানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host