ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাসকদল আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বহুল আলোচিত লিয়াকত আলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দদুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে সোমবার রাজধানীর রমনা থানায় এ মামলা {নং-২০(২)১৯} করেন।
জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ৫৭ লাখ ৫২ হাজার ২৩১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযাগে এ মামলা করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
সোমবার দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এ মামলা করেন। মামলা নং-২০।
মামলার অভিযোগে বলা হয়, লিয়াতক আলী মতার অপব্যবহার ও পেশিশক্তি ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
এর আগে দুদক সম্পদের হিসাব চেয়ে লিয়াকত আলীকে নোটিশ প্রদান করে। পরবর্তীতে অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে মামলার করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host