চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেলে শিক্ষা বিষয়ক দুটি গ্রন্থের পাঠ পর্যালোচনা কাল

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেলে শিক্ষা বিষয়ক দুটি গ্রন্থের পাঠ পর্যালোচনা কাল

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদ ও শিক্ষা গবেষক চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেলের শিক্ষা বিষয়ক দুটি গ্রন্থ Towards Outstanding teaching ও On the way the to learning বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের হোটেল ফরচুন গার্ডেন এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিএসসি’র সাবেক সদস্য, ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. হাসানুজ্জামান চৌধুরী।

সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ প্রফেসর ড. নজরুল হক চৌধুরী। নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. হোসেন আল মামুন, একই বিশ^বিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সুধীজনদের উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর