চাইনিজ উশু ফাইটার স্কুলের কার্যনির্বাহী কমিটি গঠন

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

চাইনিজ উশু ফাইটার স্কুলের কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সিলেট নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে এডভোকেট বনানী দাস ইভা-কে সভাপতি ও মো. আনোয়ার হোসেন-কে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও ২০১৯-২০ সেশনের এই কমিটিতে স্থান পেয়েছেন ৩১ জন সদস্য।

বুধবার সিলেট জেলা উশু এসোসিয়েশনের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ সভাপতি সোহাদ রব চৌধুরী ও করিব আহমদ, সহ সভাপতি এড. মোঃ মোখলিছুর রহমান, আলাউদ্দিন বাদশা, মোঃ নজরুল ইসলাম, মুহিব উস সালাম (রিজভী), স্মৃতি রানী সেন, এড. রাশিদা সাইদা, এড.জেসমিন নাহার মজুমদার ও শাশ্বতী ঘোষ সোমা, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ উদ্দিন (ওলি), ক্রীড়া সম্পাদক আজমল আহমদ রুমন, মহিলা সম্পাদক নাজমা বেগম, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ আহমদ রুবেল, দপ্তর সম্পাদক সালমা বেগম, সহ দপ্তর সম্পাদক আব্দুর রউফ, শিক্ষা বিষয়ক সম্পাদক শায়লা শামীম আশা, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার শবনম, প্রচার সম্পাদক সুলাইমান আহমদ, সদস্য সচিব মতিউর রহমান আফজাল, সদস্য সাহাব উদ্দিন আহমদ (সাবু), কামাল রেজা, নকুল দেব, মো: মোবারক হোসেন, জাহানারা আক্তার, শিপু দাস, মোঃ আফতাব মৃধা। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর