ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
‘সৃষ্টিতে খুঁজি এসো স্রষ্টার দান’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় শাহজালালাল উপশহর সিলেটে অনুষ্ঠিত হবে এক ব্যতিক্রমি অনুষ্ঠান। দারুল আজহার বার্ষিক বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক সন্ধ্যা, আলোচনা সভা, তেলাওয়াত মাহফিল ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আবিষ্কার প্রদর্শনী আয়োজন করেছে দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাস।
ব্যাতিক্রমী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।
২৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় অনুষ্ঠান সফলের লক্ষ্যে সিলেট নগরের একটি অভিজাত হোটেল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক শিক্ষাবিদ মাওলানা আব্দুল হান্নান। বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক হাফিজ মাওলানা মনজুরে মওলা।
মাদরাসার সাবেক শিক্ষক হাফিজ মাওলানা শাহিদ হাতিমীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা বলেন, মহান ¯্রষ্টার সৃষ্টিশৈলীর চিন্তা-গবেষণা করতে মুমিনদের উৎসাহিত করা হয়েছে। আজকের বস্তুবাদ, যুক্তিবাদ ও পাশ্চাত্য দর্শনের আধিপত্যের যুগে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য জ্ঞান-বিজ্ঞানে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। সেভাবে গড়তে হবে আমাদের সন্তানদের।
সভায় বক্তব্য রাখেন দি নিউ নেশন পত্রিকার সিলেট ব্যুরো প্রধান এস.এ শফি, মিডিয়া ব্যক্তিত্ব, সিলেট রিপোর্ট ডটকম সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, দক্ষিণ সুরমা প্রেসকাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ এম.এ খালিক, কাতিব মিডিয়ার পরিচালক মাওলানা ইনাম বিন সিদ্দিক, সিলেটের খবর ২৪ ডটকম এর বার্তা সম্পাদক জুনায়েদুর রহমান, আল হেরা হিজমা কটেজের পরিচালক মাওলানা সাইফ রহমান, যুব সংগঠক-সাংবাদিক সৈয়দ উবায়দুর রহমান, সিলেট মিডিয়া ডটকম এর নির্বাহী সম্পাদক ফাহাদ মারুফ, এষণা সাহিত্য সাংবাদিকতা ফোরামের সচিব আল আমীন হাসান নাহিদ, সংবাদকর্মী মাওলানা দিলওয়ার হোসেন ইমরান ও ছাত্রনেতা রায়হান আহমদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের সাথে পর্যায়ক্রমে সংবাদ সম্মেলন, মতবিনিমিয়, পত্রিকা অফিসের সংবাদিকদের সাথে পরামর্শ, ইলেক্ট্রনিক্স ও প্রিন্টমিডিয়ার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host