ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
মহানগর গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা কাঁশবন এলাকা থেকে সুবর্না আক্তার(২৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত সুবর্না আক্তার কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী থানার চুল্লুরপাড় দেওয়ানী খামারের জুবেল মিয়া স্ত্রী।
বর্তমানে সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা কাঁশবন এলাকার এনাম মিয়ার কলোনীর ১৮নং কক্ষের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
আটককালে তার কাছ থেকে ৩৫ (পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই (নিঃ)/ মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host