কদমতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

কদমতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা

নিজস্ব প্রতিবেদন
নগরের দক্ষিণ সুরমার কদমতলীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৬ মে) দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এসময় তিনি বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং ভোক্তাদের স্বাস্থ্য সম্মত পণ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

গরুর স্বাস্থ্য পরীক্ষা না করে জবাই করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে কয়েকটি ফলের দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পুলিশ বাহিনী সদস্যগণ ভ্রাম্যমাণ আদালতের কাজে সহায়তা প্রদান করেন।

সর্বশেষ ২৪ খবর