ব্র্যাক মাইগ্রেশন ফোরাম দক্ষিণ সুরমা শাখার ওরিয়েনটেশন সম্পন্ন

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

ব্র্যাক মাইগ্রেশন ফোরাম দক্ষিণ সুরমা শাখার ওরিয়েনটেশন সম্পন্ন

ব্র্যাক মাইগ্রেশন ফোরাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার দিনব্যাপী ওরিয়েনটেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

রোববার (১৬ জুন) দক্ষিণ সুরমার তেলিবাজারস্থ ব্র্যাক এরিয়া অফিসে এ ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ওরিয়েনটেশন প্রোগ্রামের উদ্বোধন করেন ব্র্যাক মাইগ্রেশন ফোরাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল।

ওরিয়েনটেশনে বক্তারা বলেন, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর কারিগরী সহযোগিতায় ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ব্র্যাকের প্রত্যাশা কার্যক্রমের মাধ্যমে অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও ইউরোপ ফেরত অভিবাসনদের পুনরেকত্রীকরণ সহায়তাকল্পে মনোসামাজিক, সামাজিক, আর্থিক উন্নতিকল্পে সহায়তা প্রদানের লক্ষ্যে এবং বৈধভাবে বিদেশ গমনের পরামর্শ প্রদানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০১৭ সাল থেকে কাজ করে আসছে। এর আওতায় দক্ষিণ সুরমা উপজেলায় ব্যাপক কার্যক্রম চালানো হচ্ছে এবং এর সুফল উপজেলার ইউরোপ ফেরত অভিবাসনসহ অন্যান্য দেশের অভিবাসনরা পাচ্ছেন।

কর্মশালায় আলোচনায় অংশ নেন- ফোরামের উপজেলা শাখার সহসভাপতি মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নওয়াব আলী, সাধারণ সম্পাদক মেম্বার মো. আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মেম্বার মোছা. মালেকা বেগম, সদস্য মেম্বার সিরাজুল ইসলাম চৌধুরী, সদস্য মো. ইস্তাকুল ইসলাম, মো. বাবুল আহমদ, মো. আহমদ হোসেন, শরীফ আহমদ, মো. আব্দুল ওয়াহিদ, মো. আকলাছ আলী, মোছা. আপ্তারুন বেগম, মোছা. শামীমা আক্তার, ডায়মনা বেগম, মো. আহমদ আলী ও ব্র্যাক মাইগ্রেশন ফোরামের ফিল্ড অগ্রানাইজার কলি বেগম প্রমুখ।

পরে ফোরামের সহসভাপতি মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নওয়াব আলী সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর