ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯
গতবারের ন্যায় এবারও শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুুরস্কার ২০১৮ প্রদানের আয়োজন করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান-পাপড়ি। এ উপলক্ষে শিশুকিশোর উপযোগী মৌলিক সাহিত্যকর্মেও পাণ্ডুলিপি আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। ‘শিশুতোষ ছড়া, শিশুতোষ গল্প, কিশোর গল্প, কিশোর উপন্যাস এবং কিশোর কবিতা’ এই পাঁচ বিষয়ে পাণ্ডুলিপি পাঠাতে পারবেন লেখকরা।
তরুণ শিশুসাহিত্যিকদের উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পাপড়ি প্রকাশ-এর স্বত্ত্বাধিকারী ছড়াকার কামরুল আলম। তিনি বলেন, যারা ভালো লিখেন কিন্তু বই প্রকাশ করতে পারছেন না, তাদের সুুযোগ করে দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে যাদের আগে কোনো বই প্রকাশিত হয়নি বাংলাদেশের এমন যেকোনো শিশুসাহিত্যিক এ আয়োজনে অংশ নিতে পারবেন। প্রাথমিকভাবে পাণ্ডুলিপি নির্বাচনের পর পাপড়ির অর্থায়নে বই প্রকাশ করা হবে। বই প্রকাশের পর এক অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও লেখক সম্মানী বুঝিয়ে দেওয়া হবে। পা-ুলিপি যে মৌলিক সৃষ্টিকর্ম সে বিষয়ে লেখককে নিশ্চয়তা দিতে হবে। পাণ্ডুুলিপি কম্পোজ করে মেইলে অথবা প্রিন্ট আকারে ডাকযোগে লেখকের সেলফোন নম্বরসহ পাঠাতে হবে। লেখা পাঠাবার ঠিকানা : পাপড়ি, ২০১ রংমহল টাওয়ার, বন্দর বাজার, সিলেট-৩১০০। ইমেইল : papriprakash@gmail.com সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host