ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::: সিলেটের দক্ষিণ সুরমায় পূর্ব বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের হাতে খুন হয়েছেন আরেক চাচাতো ভাই ছালিক মিয়া(৪৫)। নিহত ছালিক মিয়া দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের মৃত করিম মিয়ার ছেলে। সোমবার(২২ জুলাই) তালুকদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত ছালিক মিয়া ও তার চাচা হাতকাটা গেদনের সাথে রাস্তার জায়গা নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ ছিল । সেই বিরোধের জের ধরে সোমবার বিকেলে হাত কাটা গেদন তার ছেলে হিরন, গেদনের ভাই আছাব ও আছাবের ছেলে শামিম এবং সেলিম সহ অন্যরা মিলে ছালিককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করে। এ সময় নিহত ছালিকের ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আর নিহত ছালিকের লাশ ময়নি তদন্তের জন্য সিওমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দক্ষিন সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, স্থানীয় মেম্বার কামাল আহমদ থানায় ফোন করে জানান বাড়ির রাস্তা বড় করা নিয়ে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে খুন হয়েছেন ছালিক মিয়া। তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host