ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯
ওসমানীনগর সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গাবাজার ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল বারী (৭৮) মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সিলেট ওসমানী হাসপালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল ২১ আগস্ট বুধবার বাদ আছর তিলাপাড়া ঈদগাহ ময়দানে প্রথমে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। নামাজে জানাযায় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকর সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host