ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুরে আগুনে ৪টি দোকান ঘর পুড়ে গেছে। রোববার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ২ নং ইউনিয়নের বাংলা বাজারে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানায়, আগুনে ৪টি দোকান ঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের সবগুলোর মুদি মালের দোকান। এতে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
২ নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে পানির অভাব না থাকায় দ্রুত আগুন নিভানো সম্ভব হয়। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো এবং আরও বেশি ক্ষয়ক্ষতি হত বলেও জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host