ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯
দক্ষিণ সুরমার ফেঞ্চুগঞ্জ রোডস্থ সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুন নূর ও মো. আব্বাস আলীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সিলভার ভিলেজস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তারা শেকড়ের টানে সাধ্যমতো দেশের অসহায় মানুষের সেবায় এগিয়ে আসেন। দেশের উন্নয়নের তাদের অবদান অস্বীকার করার উপায় নেই। সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুন নূর ও মো. আব্বাস আলী সংবর্ধনা প্রদানের জন্য সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন।
সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের আহবায়ক শাহজাহান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান। বক্তব্য রাখেন মো. মজনু ভূঁইয়া, মো. মহসিন খান, মো. আব্দুল মন্নান, মো. সয়ফুর রহমান লিটন, মোশাহিদ মিয়া, আব্দুল মুক্তাদির মাসুক, ইমাম উদ্দিন কামাল, দিলাল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host